Site icon janatar kalam

7তম আন্তর্জাতীক যোগা দিবসে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার ক্রীড়া দপ্তর, স্বাস্থ্য দপ্তর ও আয়ুস মিশনের যৌথ উদ্যোগে রাজ্য ভিত্তিক 7তম আন্তর্জাতীক যোগা দিবস পালন করা হয়েছে , এন এস আর সি সি হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেব ক্রীড়া পরিষদের সচিব অমিত রক্ষিত সহ অন্যান্য আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন যোগা আমাদের প্রাচীন পরম্পরা।কোভিডের এই সময়ে যোগাভ্যাস অত্যন্ত প্রয়োজনীয়। করোনা সংক্রমণের প্রথম পর্বে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আয়ুষের গাইডলাইন জারি করেছিলেন। সুস্থতার ক্ষেত্রে তা আমাদের সকলের অনুসরণীয় হওয়া উচিত। তাছাড়া মহামারীর এই সঙ্কটের মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে অর্থনীতিতে স্থিতি বজায় রয়েছে এবং তা প্রবাহমান। সকলের সহযোগিতায় আমরা কোভিডের প্রথম ঢেউকে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় ঢেউও অনেকটাই সামলে উঠতে পেরেছি বলে অভিমত ব্যাক্ত করলেন।

Exit mobile version