Site icon janatar kalam

হিরোইনসহ ধরা খেল সমাজ কল্যাণ মন্ত্রীর দেহরক্ষী ও দুই পুলিশ কনস্টেবল

কাঞ্চনপুর থানার এস ডি পি ও এবং থানার ওসি নেতৃত্বে কাঞ্চনপুর বন দপ্তরের সেন্ট্রাল নার্সারি থেকে হিরোইন সহ তিন আরক্ষাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ । এদের মধ্যে দুজন ছিল পুলিশ কনস্টেবল আরেকজন ছিল টি এস আর জওয়ান। তাদের নাম দিলীপ চাকমা , নরোত্তম চাকমা, ও সঞ্জীব চাকমা। ধৃত দিলীপ চাকমা রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার দেহরক্ষী বলে জানা যায় । ধৃতদের কাছ থেকে পুলিশ ১৪৮টি প্লাস্টিকের কন্টেনার সহ একটি প্যাকেট উদ্ধার করে । উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ১০ লক্ষ টাকা বলে জানা যায় ।

Exit mobile version