Site icon janatar kalam

জ্বালানির দাম মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার কংগ্রেস দেশব্যাপী বাড়ানো জ্বালানির দামের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যা ত্রিপুরাকে প্রভাবিত করছে। দলটি রাজ্য সরকারকে ভ্যাট হ্রাস করতে বলেছিল যাতে লোকেরা কিছুটা স্বস্তি পেতে পারে। কংগ্রেস আন্দোলনকারীরা প্রশ্ন তুলেছিল, যখন তেলের আন্তর্জাতিক দাম কম হয়, তখন কেন এ দেশে উচ্চতর চার্জ নেওয়া হয় দেশে গত মার্চ মাস থেকে পেট্রোল ও ডিজেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত বাড়ছে পেট্রোপণ্যের মূল্য। যা সাধারণ মানুষের নাগালের বাইরে। শুক্রবার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর দুর্গাবাড়ি বি ও সি-র সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখায় প্রদেশ কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্বে এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। প্রদেশ মহিলা কংগ্রেস নেতৃত্ব লক্ষ্মী নাগ জানান প্রতিনিয়ত বাড়ছে পেট্রোপণ্যের মূল্য। মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে পেট্রোল এবং ডিজেলের মূল্য। পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্যও। দেশে করোনা পরিস্থিতিতে যখন মানুষ কর্মহীন হয়ে পড়ছে, তখন সরকারের এ ধরনের কঠোর মনোভাবাপন্ন সিদ্ধান্তে মানুষ দিশেহারা হয়ে পড়ছে। তাই কেন্দ্রের মোদি সরকারের ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করার দাবি তুলেন তিনি।

Exit mobile version