Site icon janatar kalam

শিক্ষামন্ত্রীর পৌরোহিত্য ১৭টি বেসরকারি বিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে হল বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ শিক্ষাভবনে রাজধানীর ১৭টি বেসরকারি বিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। বৈঠকের পৌরোহিত্য করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। সেখানে বর্তমানে বেসরকারি বিদ্যালয়গুলো টিউশন ফিস , বার্ষিক ফিস, ট্রান্সপোর্টেশন ফিস বা অন্যান্য কি ফিস নিচ্ছে তার বিস্তারিত আলোচনা করা হয় এবং আগামীকালের মধ্যেই এই ফিসের বিস্তারিত লিখিত জমা দিতে বলা হয়েছে। এছাড়াও ৬০ শতাংশ মুকব করতে বলা হয়েছে। বর্তমানে কালচারের ফিস এবং অন্যান্য ফিস যেগুলো এই মুহূর্তে দরকার হচ্ছে না বর্তমানে সেগুলো যেন মুকব করার কথা বলেন। কোনভাবেই যেন কোন ফিস বাড়ানো না হয় , গতবার যেরকম অন্যান্যবারের তুলনায় ফিস হ্রাস করা হয়েছিল এবার যেন সেটা বজায় থাকে। ১৭ টি স্কুলের প্রতিনিধিরা শিক্ষামন্ত্রীকে আশ্বস্ত তারা করোনা মহামারীতে অতিরিক্ত চার্জ নেবেন না বলে।

Exit mobile version