জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বর্তমানে মহামারীর পরিস্থিতিতে যে জায়গায় রাজ্যের সমস্ত শিক্ষাঙ্গন বন্ধ রয়েছে এবং থেমে রয়েছে ক্লাস সেই জায়গায় কিভাবে ছাত্রছাত্রীরা বোর্ড পরীক্ষায় বসবে তা নিয়ে চিন্তার ভাজ ছাত্রছাত্রীদের কপালে। রাজ্যের অন্যতম ছাত্র সংগঠন এনএসইউআই তা পরিলক্ষিত করে রাজধানীর কুঞ্জবন এলাকায় শান্তির প্রতীক মহাত্মা গান্ধীর পাদদেশে শান্তিপূর্ণভাবে আন্দোলনে বসে এবং এই আন্দোলন থেকে ছাত্র নেতা সম্রাট রায় বর্তমান এই পরিস্থিতিতে বোর্ড পরীক্ষা বাতিল করার দাবি জানান কেননা যে জায়গায় মহামারী কারণে রাজ্যের সমস্ত বিদ্যালয়ের পড়াশুনা বন্ধ রয়েছে সে জায়গায় কিভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবে , তাছাড়া করোনা সংক্রমণ দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতিতে পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের সংক্রমণের আশংকা বেশি থাকবে বলেও মন্তব্য করেন এবং তিনি আরো বলেন ছাত্রছাত্রীদের দাবি আদায়ে ও নানা সমস্যায় প্রদেশ এনএসইউআই ঝাঁপিয়ে পড়বে বলে অভিমত ব্যাক্ত করেন। এদিন কর্মস্থলে দলীয় সমর্থকের উপস্থিতি ছিল লক্ষণীয়।