জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ব্যাক্তিগতভাবে ৪টি পরিবারকে ত্রাণ দিয়ে সহায়তা করতে গিয়ে হামলার শিকার জনৈক আড়ালিয়ার বাসিন্দা। সিপিআইএমের প্রাক্তন মেম্বার নিজ এলাকায় চার করোনা সংক্রমিত পরিবারকে ত্রাণ দিতে গিয়ে এই হুজ্জুতির শিকার হতে হয়। অভিযোগের তীর শাসক দলের ছত্রছায়ায় মোড়া প্রতাপগড় বিধানসভার যুব মোর্চার সভাপতি মনীশ চক্রবর্তী ও একই এলাকার ওয়ার্ড প্রেসিডেন্ট রাকেশ ঘোষের দিকে। অভিযোগ পুত্রবধূর হাতে থাকা মোবাইল ফোন এবং এয়োতির প্রতীক শাখা পলাও গুড়িয়ে দেওয়া হয় এতেই থেমে থাকেনি পুরুষত্ব দেখাতে জামা কাপড় ও ছেড়া হয় সেই গৃহবধূর। এদিকে প্রাক্তন মেম্বারের আরো অভিযোগ ২০,০০০ টাকা দেওয়ার জন্য জুলুম করা হয়, পরেরদিন এই টাকায় দুই অভিযুক্ত এলাকায় ত্রাণ দেন করবেন। এতেই দিতে রাজি না হওয়ায় এই হুজ্জুতির শিকার হতে হয় পরিবার সমেত। পরবর্তী সময় এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং ঘটনার সুস্থ বিচারের দাবিতে নারী সমিতি পূর্ব মহিলা থানায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।