Site icon janatar kalam

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমতলী থানার দ্বারস্থ হতে হল বিজন ধরকে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমতলী থানার দ্বারস্থ হতে হল বামফ্রন্ট চেয়ারম্যান বিজন ধরকে। জানা যায় আমতলী থানা জিজ্ঞাবাদের জন্যই বিজন ধরকে ডেকে আনে। ক্যামেরার মুখোমুখি হয়ে বিজন ধরের বিস্ফোরক অভিযোগ যখন মানুষের উপর হামলা হয় , সাংবাদিক , চিকিৎসক , রেড ভলান্টিয়ার্স এবং বামপন্থী কর্মীদের উপর হামলা হয় তখন তার প্রতিরোধের আহবান করলেই ষড়যন্ত্র তৈরী করা হয়। এদিন তিনি আরো বলেন সারা রাজ্যে প্রায় কোন এক আগ্রহী কর্নার থেকে পার্টি ও পার্টির নেতাদের অপদস্থ করার জন্য নির্দিষ্ট সেকশনের আন্ডারে বিভিন্ন থানাতে কেইস নথিভুক্ত করা হচ্ছে , এমনই একটি কেইস আমতলী থানায় নথিভুক্ত করা হয়েছে এবং এই কেইসের ইনভেস্টিগেশনের জন্য আমতলী থানায় ডাকা হয় প্রাক্তন এই হেভি ওয়েটকে।

Exit mobile version