জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল ত্রাণ প্যাকেজ প্রকল্প’-এর সূচনা হল নজরুল কলাক্ষেত্রে। কোভিডের এই সঙ্কটময় পরিস্থিতিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সাত লক্ষ পরিবারকে এক হাজার করে টাকা এবং খাদ্যসামগ্রী প্রদান করবে। দলমত নির্বিশেষে তা পৌঁছে যাবে সাত লক্ষ পরিবারের কাছে। এই প্যাকেজ ঐতিহাসিক, কারণ এর আগে ত্রিপুরায় এত বড় প্রকল্প গ্রহণ করা হয়নি। রাজ্যের মানুষের প্রতি সরকারের বিশ্বাস রয়েছে। ইতিবাচক মানসিকতা নিয়েই সরকার তার কাজ করে চলেছে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন যারা অতীতে ছোটখাট প্রাকৃতিক বিপর্যয় সামলাতে ব্যর্থ হয়েছিল তারা আজ কোভিড পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সমালোচনা করছে। কারও কল্পনার মধ্যেই ছিল না ভারতে কোভিডের ভ্যাকসিন তৈরি হবে। আমাদের দেশের বিজ্ঞানীরা তা সম্ভব করেছেন। এখন তা নিয়েও কেউ কেউ সমালোচনা করছে। তাছাড়া যুদ্ধ, মহামারী—এই ধরনের স্পর্শকাতর পরিস্থিতিতে সকলের এক থাকা উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, কিছু মানুষ আছে যারা সবেতেই সমালোচনার জন্য মুখিয়ে থাকে। আজকে ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণে দেশের শীর্ষে রয়েছে ত্রিপুরা। গুজবে কান না দিয়েই ত্রিপুরার মানুষ কোভিডের টিকা গ্রহণ করেছেন। সমালোচনা, নেতিবাচকতাকে সরিয়ে রেখেই কাজ করে চলেছে সরকার। আশা করি, ইতিবাচক মানসিকতার মাধ্যমেই ঐক্যবদ্ধ হয়ে এই পরিস্থিতি মোকাবিলা করতে আমরা সক্ষম হব বলে অভিমত ব্যাক্ত করেন তিনি।