Site icon janatar kalam

রাজধানী দুর্গাচোমুহনি এলাকা থেকে প্রচুর পরিমাণ মদ উদ্ধার করলো পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত নেশা বিরোধী অভিযান জারি থাকার পরও কোনোভাবেই দমানো যাচ্ছে না নেশা কারবারিদের। রাজ্যে করোনা কারফিউর আড়ালে রমরমাভাবে চালিয়ে যাচ্ছে তাদের কারবার। পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে কিছু নেশা জাতীয় দ্রব্য এবং কারবারের সাথে যুক্ত একদুজনকে আটক করতে সক্ষম হলেও নেশা কারবারির মূল পান্ডাকে আটক করতে ব্যার্থ পুলিশ। তাই রবিবার আবারো নেশা বিরোধী অভিযান চালিয়ে আগরতলায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে রামনগর পুলিশ দুর্গা চৌমুহনীর সঞ্জিব সুত্রাধারের বাড়িতে এই অভিযান চালায় এবং সেখান থেকে প্রচুর পরিমান বিলেতি মদ উদ্ধার করে পুলিশ প্রশাসন। তবে ইতিমধ্যে বাড়ির মালিক পলাতক রয়েছেন। এদিন পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানান জব্দকৃত আইটেমগুলির মূল্য কমপক্ষে ৪০,০০০ টাকা হবে বলে জানান এবং আগামী দিনেও রাজ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অভিমত ব্যাক্ত করলেন।

Exit mobile version