জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোদি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে সারাদেশে সাথে রাজ্য এই দিনটি পালন করা হচ্ছে একটু অন্যরকম ভাবে। দেশের সর্বভারতীয় সভাপতি বিজেপির জেপি নাদ্দা তিনি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন সেবাই সংগঠন তাই এই বছর এই দিনটিকে সেবা ই সংগঠন নামে পালন করছেন। রবিবার রাজ্যের প্রত্যেক জায়গায় এই কর্মসূচি পালন করা হয়। রবিবার আগরতলার 6 বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাড্ডু চোমুনি এলাকায় গরীব ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী মাক্স স্যানিটাইজার বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা মন্ডল সভাপতি সহ অন্যান্য কর্মী সমর্থকরা। বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্যজুড়ে কারফিউ চলছে তাই এই সময়ের মধ্যে রাজ্য সরকার থেকে 6 টা থেকে 12 টা পর্যন্ত দোকান বাজার খোলা রাখার নির্দেশ জারী করেছেন কিন্তু এসময়ের মধ্যে জনগণ সঠিক মত জিনিসপত্র কেনা কাটা করতে অসুবিধার সম্মুখীন হয় তাই রাজ্য বিজেপির পক্ষ থেকে সেবাই সংগঠন এর কর্মসূচিকে হাতে নিয়ে লাড্ডু চোমুনি এলাকার দুস্থ গরিব লোকদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এদিন খাদ্য সামগ্রী বিতরণ কালে রাজ্য বিজেপির প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান দেশের প্রধানমন্ত্রীর দুই বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জনগণের সেবা করার জন্য যে বার্তা দিয়েছেন সেবাই সংগঠন তাকে পাথেয় করে এই দিনটি তে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। করুণা সংক্রমণ রোগ রাজ্যে প্রথম পর্যায়ে যে সময় হয়েছে সেই সময় থেকে রাজ্য বিজেপির কর্মী-সমর্থকেরা সব সময় জনগণের পাশে থেকে কাজ করেছেন এবার করুনার দ্বিতীয় ঢেউ রাজ্যের ক্রমাগত সংক্রমনের সংখ্যা বেড়ে চলেছে তাই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি যে বার্তা দিয়েছেন সেই বার্তাকে লক্ষ রেখে রাজ্য বিজেপির সভাপতি থেকে শুরু করে অন্যান্য কর্মী-সমর্থকরাও পর্যন্ত জনগণের পাশে থেকে কাজ করছেন বলে জানান তিনি।