Site icon janatar kalam

রাজ্যে চালু হল স্পোর্টস এক্ট : মনোজ কান্তি দেব

ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সম্পাদক পদে নব নিযুক্ত হলেন অমিত রক্ষিত মহাশয়। এদিন স্পোর্টস কাউন্সিলে নব নিযুক্ত সম্পাদকের অধীনে প্রথম মিটিং অনুষ্ঠিত হয় , উপস্থিত রাজ্যের ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেবও। এদিন ক্রীড়া মন্ত্রী বলেন ভারতবর্ষের দুটি রাজ্যকে অনুসরণ করে রাজ্যে স্পোর্টস এক্ট চালু করা হয়েছে ।স্পোর্টস এক্ট চালু করে ক্রীড়ার সবগুলি সংস্থাকে যাতে স্পোর্টস কাউন্সিল নিয়ন্ত্রিত করতে পারে তার জন্যে এই মিটিংয়ের আয়োজন বলে জানান ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব।

Exit mobile version