Site icon janatar kalam

দায়িত্ব জ্ঞান হীনতার অভিযোগ আইজিএম হাসপাতালের বিরুদ্ধে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবার দায়িত্ব জ্ঞান অভাবের অভিযোগ উঠলো রাজধানীর অন্যতম প্রধান রেফারেল হাসপাতাল আইজিএমের বিরুদ্ধে। আই জি এম হাসপাতালে করোণা আক্রান্ত এক রোগীর মৃতদেহ দীর্ঘ চার ঘণ্টা ফেলে রাখার কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে মৃত পরিবারের লোকজনদের মধ্যে। তাছাড়া এভাবে যদি একটি করোনা আক্রান্তে মৃত ব্যাক্তির দেহ নিয়ে খোদ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এধরণের গাফিলতি হয় তাহলে কোথায় যাবে সাধারণ মানুষ। জানা যায় রামনগর এলাকায় ট্রাফিক পুলিশের অবসরপ্রাপ্ত এক ব্যক্তি বাড়িতে শারীরিক অসুস্থ হওয়ার ফলেই আইজিএম হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় ওই ব্যক্তির, কিন্তু হাসপাতালে আনার পর করোণা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে তারপর হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ব্যক্তির দেহটি দীর্ঘ চার ঘন্টা যাবৎ ইমার্জেন্সি বিভাগের সামনে ফেলে রাখে বলে অভিযোগ করেন পরিবারের লোকজন। হাসপাতাল কর্তৃপক্ষের এধরণের গাফিলতির ছি ছি রব উঠছে সচেতন মহলে ।

Exit mobile version