Site icon janatar kalam

কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে নতুনভাবে শপথ নেওয়া হবে – পবিত্র কর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিনটি কালা কৃষি আইন বাতিল ও ফসলের দামের নিশ্চয়তা এবং ৪ টি শ্রম কোড বাতিল, বিদ্যুৎ বেসরকারিকরন বন্ধ এর দাবিতে , তাছাড়া শ্রমিক কৃষক আন্দোলনের ৬ মাস ও মোদী সরকারের ৭ বছর পূর্ণ উপলক্ষে সারা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় এই দিনটি কালো দিবস হিসাবে পালন করা হয় সংযুক্ত কিষান মোর্চা , ট্রেড ইউনিয়ন , মহিলা ও ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে। এদিনের কর্মসূচি থেকে প্রাক্তন সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর বলেন যতদিন অবধি নরেন্দ্র মোদী সরকার তিনিটি কৃষি আইন , ৪ টি শ্রম কোড ও বিদ্যুৎ বেসরকারিকরণ বাতিল করবেন না ততদিন অবধি আন্দোলন চলবে, তাছাড়া আজকের এই দিনে নতুন ভাবে শপথ নেওয়া কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য বলে মন্তব্য করলেন। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version