জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যে চলছে করোনার দ্বিতীয় পর্ব। রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। আর এই পরিস্থিতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রোগীদের স্বার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কোথাও না কোথাও যেন এক রকম ঘাটতি থেকে যাচ্ছে। মঙ্গলবার জিবি এ জি এম সি কাউন্সিল হলে রোগীদের জন্য তানজেনিয়া বায়োটেক সংস্থার পক্ষ থেকে দুটি বাইফার মেশিন তুলে দেওয়া হয়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান এম এস সঞ্জীব দেববর্মা। তিনি বলেন, এই পাঁচটি মেশিন রোগীদের সহযোগীতার জন্য দেওয়া হয়েছে। যাতে পরিষেবার ক্ষেত্রে কোনরকম ত্রুটি না থাকে। সকলকে সচেতন এবং সরকারি বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি। এদিন এছাড়া উপস্থিত ছিলেন এ জি এম সি প্রিন্সিপাল চিন্ময় বিশ্বাস সংস্থার আধিকারিকেরা।