Site icon janatar kalam

পাঁচটি জেলায় খুব দ্রুত কোভিড ওয়ার রুম খোলা হবে- রতন লাল নাথ।

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে খোলা হয়েছে কোভিড ওয়ার রুম। গত ১১ মে সেন্টারটি খোলা হয়েছে। সেন্টারে কাজ করে চলেছেন শিক্ষক শিক্ষিকারা। প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত তিন শিফটে এই কোভিড ওয়ার রুমে  কাজ চলছে। জেলায় যারা কোভিড আক্রান্ত হচ্ছেন তাদের সমস্ত তথ্য এই কোভিড ওয়ার রুমে আসে অন লাইনে। কোভিড ওয়ার রুম থেকে সমস্ত রোগীর সাথে ফোনে যোগাযোগ রক্ষা করা হয়। রোগীর বর্তমান অবস্থান, শারীরিক অবস্থা, কোন ধরনের সহায়তার প্রয়োজন আছে কি না, জরুরি পরিষেবা লাগবে কি না- এই সমস্ত তথ্য সংগ্রহ করেন কর্মীরা। প্রত্যেক রোগীর ১০ দিন এইভাবে  নজরে রাখা হয়। তিনটি ভাগে কর্মীরা কোভিড ওয়ার রুমে কাজ করেন। প্রতিদিন সকাল ৮ টা থেকে টিম ওয়ান, ১২ টা থেকে ৪ পর্যন্ত টিম টু ও ৪ থেকে রাত ৮ টা পর্যন্ত টিম থ্রি পালন করে। পশ্চিম জেলায় সমস্ত শিক্ষক-শিক্ষিকা এই কোভিড ওয়ার রুমে কাজ করে চলেছেন। মোট ৩৬ জন কর্মী কাজ করছে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ কোভিড ওয়ার রুম পরিদর্শনে যান। রাজ্যের মোট তিনটি জেলায় কোভিড ওয়ার রুম খোলা হয়েছে। ধলাই জেলা, সিপাহীজলা জেলা এবং পশ্চিম জেলায় শিক্ষকরা দায়িত্ব পালন করে চলেছে। বাকি পাঁচটি জেলায় খুব দ্রুত কোভিড ওয়ার রুম খোলা হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।

Exit mobile version