Site icon janatar kalam

সাফাই কর্মীদের উদ্দেশ্যে সুরক্ষা সামগ্রী প্রদান ভলান্টারি হেলথ অর্গানাইজেশন অফ ত্রিপুরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মহামারীর এই পরিস্থিতিতে জনস্বার্থে এগিয়ে এসেছেন নানান স্বেচ্ছাসেবী সংস্থা ও সংগঠন তাছাড়া এগিয়ে এসেছেন বিশিষ্ট সমাজসেবক সেবিকা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠনের সদস্যরাও। কেননা মহামারীর এই পরিস্থিতিতে সকলকে বিধিনিষেধ মেনে চলা অত্যন্ত আবশ্যক এবং সুরক্ষা সামগ্রী ব্যবহার করাও অতি প্রয়োজনীয়। এর মধ্যে যারা গরিব অংশের মানুষ রয়েছেন তাদের সুরক্ষা সামগ্রী ব্যবহারে বিধি মেনে চলার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তা পরিলক্ষিত করে আজ ৭ রামনগর কেন্দ্রের ৩৪ নং ওয়ার্ড অফিসে ওয়ার্ড সভাপতি শুভ্রজিৎ দেবনাথের মাধ্যমে ভলেন্টারি হেল্থ অর্গানাইজেশন অফ ত্রিপুরা এর পক্ষ থেকে ওয়ার্ডের বিভিন্ন সাফাই কর্মী থেকে আরম্ভ করেন অন্যান্য কর্মীদের উদ্দেশ্যে ৫০ টি N95 মাস্ক দেওয়া হয়। ভলান্টারি হেলথ অর্গানিজেশন অফ ত্রিপুরা এ ধরনের উদ্যোগ কে ভূয়শী প্রশংসা করছেন অভিজ্ঞ মহল এবং এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে ওয়ার্ডের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত করা যায়।

Exit mobile version