জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- হীরা প্লাস রাজ্যে ফের অভাবের তাড়নায় সন্তান বিক্রির চেষ্টা বাবার। বাধা হয়ে দাঁড়ালো এলাকাবাসী। ঘটনা খোয়াই থানাধীন সিপাইহাওর গ্রাম পঞ্চায়েতের তেতুলটিলা গ্রামে। বিগত তিন বছর ধরে তথাকথিত মডেল রাজ্যে গ্রাম পাহাড়ে চলছে তীব্র কাজ ও খাদ্যের অভাব। পাশাপাশি চলছে করোনার তীব্র দাপট। বাড়ছে ক্ষুধার্ত ঘরবন্দি মানুষের হাহাকার। এই পরিস্থিতিতে সব ঠিক আছে বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী। তেতুলটিলা গ্রামের বাসিন্দাদের প্রশ্ন এই ঘটনায় কি বলবেন রাজ্যের মুখিয়া। ঘটনায় জানা গেছে তেতুলটিলা গ্রামের বাসিন্দা প্রশান্ত তাঁতী এর আগেও অভাবের তাড়নায় পাঁচ বছরের কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছিল। এবারে তিন বছরের শিশু কন্যাকে বিক্রি করতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায় গ্রামের বাসিন্দারা। সোমবার সকালে শিশুটিকে বিক্রি করা হচ্ছিল প্রতিবেশী গ্রামের এক ব্যক্তির কাছে। শিশু বিক্রির খবর ছড়িয়ে পড়তেই বাধা দেন এলাকার মহিলারা। অসহায় পিতা বাধা পেয়ে শিশুটিকে ফাঁকা বাড়িতে শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায়। হতভাগ্য শিশুটি বর্তমানে এলাকারই একটি বাড়িতে অভিভাবকদের তত্বাবধানে রয়েছে। উল্লেখ্য দুই সন্তানের জননী বেশ কিছুদিন আগেই সন্তান স্বামীকে ফেলে অন্যত্র চলে গেছেন।