মোট ১১ দফা দাবি নিয়ে পশ্চিম জেলা ভিত্তিক কর্মসূচিতে গণবস্থানে বসল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন। এদিনের গণবস্থানে ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন সি এ এ , এন আর সি এর মতো আইনের বিরুদ্ধে কাজের দাবিতে রাস্তায় নেমেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। গোটা ভারতবর্ষে মোট ৮ দফা দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছে ডি ওয়াই এফ আই, পাশাপাশি রাজ্যেও মোট 11 দফা দাবি নিয়ে জেলা ভিত্তিক কর্মসূচি পালন করছে সংগঠন , যে দাবিগুলি রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে , জনগণের স্বার্থে , বেকার যুবক যুবতীদের স্বার্থে । তিনি আরো বলেন এ ধরণের কর্মসূচি আগামীদিনে আরো বৃহত্তর আকারে পালন করবেন দেশকে রক্ষার জন্য , সংবিধান রক্ষার জন্য এবং বেকারদের যে কাজ সেই কাজের অধিকার রক্ষার জন্য ।