Site icon janatar kalam

উদ্বোধন হলো সাব্রুম আদালতে নবনির্মিত ভবন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে ভার্চুয়াল মাধ্যমে সাব্রুম আদালতের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং মহামান্য হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি শ্রী অখিল আবদুল হামিদ কুরেশি-সহ বিচারপতিগণ উপস্থিত ছিলেন। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরায় আইন বিশ্ববিদ্যালয় স্থাপন করার। রাজ্যের আর্থিক স্থিতির মধ্যে দাঁড়িয়েই তা বাস্তবায়িত হবে। কোভিড সেই উদ্যোগে অন্তরায় সৃষ্টি করতে পারবে না। তাছড়া রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে রাজ্য সরকার বদ্ধপরিকর। রাজ্যের স্বরাষ্ট্র দফতর সেই কাজ নিরন্তর করে চলেছে। আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

Exit mobile version