জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধিঃ- ফাঁসিতে আত্মহত্যা প্রতিবন্ধী এক যুবকের। ঘটনা বিশালগড় মহাকুমার বাইদ্যাদিগি ধজনগর পঞ্চায়েত এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় গতকাল রোজ শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে নিজ বাড়ির রান্না ঘড়ে আত্মহত্যা করে সে। পরবর্তী সময় পিতা নজরুল মিয়া বাড়িতে এসে অনেক ডাকাডাকি এবং উনার ফোন নাম্বারে ফোন করে কোন হদিস পায় নি এবং কিছুক্ষণ পরে দেখতে পাই রান্নাঘরের দরজা বন্ধ দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করতেই দেখতে পাই ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে প্রতিবন্ধী ছেলে সুমন মিয়ার নিথর দেহ। সঙ্গে সঙ্গে বিশালগড় থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে যায় সেখান থেকে মৃত যুবককে উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে আসে আজ শনিবার ময়না তদন্ত করার পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।