চাকুরীর স্থায়ী সমাধান এবং ১৩০০০ অশিক্ষক পদ দ্রুত পূরণ করাসহ ৫দফা দাবিতে মঙ্গলবার এক মহামিছিল করল ১০৩২৩ এড-হক পে শিক্ষক কর্মচারী সংগঠন । মিছিলটি রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্যের বিদ্যালয়ের শিক্ষা অধিকর্তার নিকট গনডেপুটেশনে মিলিত হবে । এদিনের মিছিলে সংগঠনের সভাপতি বিমল সাহা আগামী ১৬ই মার্চ তাদের যে হিয়ারিং আছে তার আগে সম্পূর্ণ আইনিভাবে রাজ্য সরকার ১০৩২৩ শিক্ষককে সহায়তা করার যে আশ্বাস দিয়েছিলো তা বজায় রাখা এবং আগামী ৩১শে মার্চের আগে যেন তাদের স্থায়ী সমাধান হয় তার দাবি রাখেন ।