আগরতলা পুরনিগমের প্রাক্তন কাউন্সিলার কল্যাণী দের অকাল প্রয়ানে শোকাহত জনতার কলমের সদস্যরা। তিনি রবিবার দুপুর ২টা১৫ মিনিটে ত্রিপুরা মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৯বছর । আমরা জনতার কলমের পক্ষ্য থেকে উনার আত্মার চিরশান্তি কামনা করি।