Site icon janatar kalam

মন্ত্রিসভার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একনজরে বিস্তারিত দেখেনিন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার মহাকরণে ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরেন। এদিন তিনি জানান করোনার এই কঠিন সময়ের মধ্যেও, মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে কলেজ পড়ুয়াদের (Final Year, Degree Course) স্মার্টফোন দেওয়ার সিদ্ধান্ত নিল ত্রিপুরা সরকার। প্রায় ১৫,০০০ শিক্ষার্থীকে এই সুবিধা (৫০০০ টাকা) প্রদান করার জন্য, চলতি বছরে সরকার রাজ্য বাজেটে মোট ৭ কোটি‌ ৫০ লক্ষ টাকার সংস্থান রেখেছে ও গত বছর ৭,২৭৪ জন ছাত্র-ছাত্রী এই সুবিধা পেয়েছে বলে জানান। তাছাড়া তিনি জানান খুব শীঘ্রই পোস্টিং পেতে চলেছেন ৪৮৭ স্নাতক এবং ১৯৮ অস্নাতক শিক্ষক-শিক্ষিকা। স্নাতকদের মধ্যে ১৩৭ জন এবং অস্নাতকদের মধ্যে ৭২ জনকে বিভিন্ন অ্যাসপিরেশনাল ব্লকে নিযুক্তি দেওয়া হয়েছে। গ্রীস্মের ছুটি শেষ হলেই, চাকরীতে যোগ দেবেন এই শিক্ষক-শিক্ষিকাগন। এদিন তিনি আরও বলেন প্রথমবারের মত উচ্চ শিক্ষা দপ্তরের অধীনে রাজ্যের ২২টি সরকারি ডিগ্রি কলেজে ককবরক বিষয়ের জন্য ২২ জন রেগুলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ২২টি পদে নিয়োগ হবে টিপিএসসি’র মাধ্যমে।

Exit mobile version