জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নিজ কেন্দ্রে দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রমণের শিকার হলেন এলাকার বিধায়ক এন সি দেব্বর্মা। জানা যায় বিধায়ক এনসি দেববর্মা বর্তমান পরিস্থিতিতে এলাকার মানুষজন কি অবস্থায় রয়েছেন তা খতিয়ে দেখতে এবং মহামারীর এই পরিস্থিতি থেকে নিজেদেরকে কিভাবে সুরক্ষিত রাখা যায় ও বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা কিভাবে সৎ কাজে ব্যয় করা যায় সে বিষয়ে গ্রামবাসীদের সাথে আলোচনা করার জন্য টাকারজলা এলাকায় যান রাজ্যের মৎস্য মন্ত্রী এনসি দেববর্মা। সেখানে গিয়ে তিনি উক্ত বিষয়গুলো নিয়ে গ্রামবাসীদের সাথে বৈঠকে বসেন এবং বৈঠক চলাকালীন তিপ্রামথা দলের সমর্থকরা বৈঠক বানচাল করার উদ্দেশ্যে নানা রকম কুরুচিকর মন্তব্য করেন বলে জানান এবং তাদেরকে উক্ত বিষয়গুলো সম্পর্কে জানালেও এরা তা মানতে নারাজ এবং গো ব্যাক স্লোগান দিতে থাকেন বলে জানান তিনি। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনেন বলেও জানান।