জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিশুদের নিমোনিয়া রোগ নিবারণের জন্য চলে এলো নিমো কংকাল টিকা। এই টিকার মধ্য দিয়ে শিশুদের মরণব্যাধি নিমোনিয়া থেকে রক্ষা করে যাবে। তাই রাজধানীর অন্যতম প্রধান রেফারেল হাসপাতাল আইজিএমে শিশুদের মধ্যে নিমো কংকাল টিকা দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ডাঃ দিলীপ দাস এবং হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন বিধায়ক ডাঃ দিলীপ দাস সংবাদ মাধ্যমকে জানান এতদিন শুধু এই টিকা দেশের দুটি রাজ্যেই শুধু প্রদান করা হত, আজ থেকে প্রত্যেকটি রাজ্যেই এই টিকা প্রদান করা হয়েছে বলে জানান এবং টিকার মাধ্যমে শিশুদের ডায়রিয়া কিছুটা নিবারণ হয়েছে আগামীদিনে নিমোনিয়াও নিবারণ হবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।