জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্যে কাঠফাটা রোদে কিছু বৃষ্টি হলেও মানুষের পানীয় জলের সমস্যা এখনো ঠিক ভাবে স্বাভাবিক হয়নি। এদিকে ডুকলি আর ডি ব্লকের অন্তর্গত কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের অধীনে পাল কলোনিতে বিগত দের দুই বছর ধরে পানীয় জল এবং বৈদ্যুতিক ট্রান্সমিটার এর সমস্যায় ভুগছিল। পাল কলোনির স্থানীয় মানুষ এই সমস্যাগুলো নিয়ে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতে একাধিকবার জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি। এদিকে সেকের কোট বিদ্যুৎ অফিসের সিনিয়র ম্যানেজার আশিস নন্দী পাল কলোনির স্থানীয় মানুষদের বলেছিল তাদের এলাকায় বৈদ্যুতিক ট্রান্সমিটার বাঁচাতে হলে 20 থেকে 25 হাজার টাকা প্রনামী দিতে হবে সেকেরকোট বিদ্যুৎ অফিসের সিনিয়র ম্যানেজার আশিস নন্দী কে। দীর্ঘদিন অপেক্ষার পর পাল কলোনির স্থানীয় বাসীরা তাদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে আজ পাল কলোনির স্থানীয় মহিলারা স্থানীয় কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে পানীয় জল এবং বৈদ্যুতিক ট্রান্সমিটার বসানোর দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো বিক্ষুব্ধ মহিলারা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার মজুমদার কে তাদের সমস্যার কথা জানালে মাননীয় প্রধান বিক্ষুব্ধ মহিলাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন উনি নাকি এই ব্যাপারে কিছুই জানেন না শুধু তাই নয় উনি আরো বলেছেন প্রয়োজন হলে মহিলারা প্রধান প্রদীপ কুমার মজুমদার কে উনার এই পদ থেকে বের করে অন্য আরেকজন প্রধান বানাতে বলেন। এতে বিক্ষুব্ধ মহিলারা হারু তেলে-বেগুনে জ্বলে উঠে। পঞ্চায়েতে বসে প্রধানসহ পঞ্চায়েত সদস্যরা সেকের কোট বিদ্যুৎ অফিসের সিনিয়র ম্যানেজার আশিস নন্দী কে পঞ্চায়েতে আসার জন্য বললে উনি সাফ জানিয়ে দেন উনি নাকি আসতে পারবেন না। এদিকে মহিলাদের এই সমস্যার কথা জানানোর জন্য সিনিয়র ম্যানেজার আশিস নন্দী কে আবার ফোন করলে উনি ফোন রিসিভ করার দরকার টুকু মনে করেননি। বিক্ষুব্ধ মহিলাদের শুধু দাবি তাদের এলাকাতে একটি বৈদ্যুতিক ট্রান্সমিটার বসানোসহ এলাকায় পানীয় জলের সুবন্দোবস্ত শীঘ্রই যেন করা হয়। শেষ পর্যন্ত বিদ্যুৎ দপ্তর এর ডিজিএম কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতে ছুটে এসে গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ বিক্ষুব্ধ মহিলাদের আশ্বাস দিয়েছেন যে তাদের এই সমস্যা গুলোর সমাধান করার জন্য অবশ্যই চেষ্টা করা হবে। এখন দেখার বিষয় হলো বিক্ষুব্ধ মহিলাদেরকে শুধু সান্ত্বনা দেবার জন্য এই কথাগুলো বলেছেন? নাকি দপ্তর সত্যি সত্যিই তাদের সমস্যাগুলো সমাধান করার চিন্তা-ভাবনা করবে।