Site icon janatar kalam

পাইকারি মূল্যে কাউন্টার খুলে ক্রেতাদের কাছে হাসির খোরাক হলেন ত্রিপুরা হোলসেইল গ্রোসারি মার্চেন্ট এসোসিয়েশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোজ্যতেলের পাইকারি মূল্যে বিক্রি করার নাম করে প্রচারে আসলেন ত্রিপুরা হোলসেইল গ্রোসারি মার্চেন্ট এসোসিয়েশন বলে অভিমত ক্রেতাদের। জানা যায়, অতিমারিতে ক্রেতাদের সুবিধার্থে ভোজ্য তেল পাইকারি মূল্যে সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ত্রিপুরা হোলসেইল গ্রোসারি মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তমাল পাল। তিনি জানান ক্রেতা স্বার্থে পাইকারি মূল্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু পাইকারি মূল্যেও তেল বিক্রি হলে মূল্য কিন্তু ছিল সাধারণত অস্বাভাবিক বেশি বলেই চলে। কারণ গত দু-তিন মাস পূর্বে ভোজ্য তেলের মূল্য ছিল ১২০-১৩৫ টাকা লিটার। বুধবার ঢাক-ঢোল পিটিয়ে বুধবার পাইকারি মূল্যে ভোজ্য তেল দেওয়ার ঘোষণা করলেও মূল্য ছিল ঊর্ধ্বমুখী। এদিন বিভিন্ন কোম্পানির তেল মহারাজগঞ্জ বাজারে বাণিজ্য ভবনের সম্মুখে ১৪৮-১৬৫ টাকা দরে তেল বিক্রি করে। তবে রাজ্যে বাজারগুলোতে বেশি প্রচলিত তেল হলো ইঞ্জিন তেল এবং ফরচুন তেল। ইঞ্জিন তেলের মূল্য এদিন পাইকারি মূল্যে দেখা যায় ১৬৫ টাকা। ফরচুন তেল ১৬১ টাকা। সুতরাং তেলের ঊর্ধ্বমুখী মূল্য একই জায়গায় রয়ে গেছে বললেই চলে। এদের পাইকারি মূল্যে কাউন্টার খুলে ক্রেতাদের কাছে হাসির খোরাক হলেন ব্যবসায় সংগঠনটি।

Exit mobile version