Site icon janatar kalam

গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে পালিত হল সেবিকা দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমগ্র বিশ্বে প্রতি বছর 12 মে তারিখে পালন করা হয় আন্তর্জাতিক নার্স ডে। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মারগদর্ষক ফ্লোরেন্স নাইটেঙ্গেল এর জন্ম হয়েছিল। এ দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন নার্সিং একটি পেশা নয় সেবা। ফ্লোরেন্স নাইটিংগেল এর প্রতি শ্রদ্ধা জানাবার সাথে সাথে রোগীদের প্রতি দেওয়া স্বাস্থ্য সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বুধবার আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে নার্স ডে পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের সভাপতি শংকরদেব, বি এম এস এর কার্যকর্তা সহ আরো অন্যান্যরা। এদিন ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে প্রত্যেক নার্সকে তাদের মনোবল বাড়িয়ে দেন ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তারা। বিগত বছরগুলোতে বড় পরিসরে এই দিনটি পালন করা হতো কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে ছোট্ট পরিসরে এই দিনটিকে পালন করলেন এবং প্রত্যেক নার্স যাতে তাদের কর্ম ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন সেই কামনা করেন। এদিন অনুষ্ঠান সম্পর্কে বি এম এস এর কার্যকরিতা সংবাদমাধ্যমকে জানান।

Exit mobile version