জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বর্তমানে রাজ্যে করোণা মহামারীর পরিস্থিতি ভয়াবহ অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে জনগণের উদ্দেশ্যে রাজ্য সরকার এবং প্রশাসন করোণা বিধিনিষেধ মেনে চলার জন্য জোরালো আবেদন রাখছেন কিন্তু তাসত্ত্বেও একটি শ্রেণীর মানুষ হয়েছে যারা সরকার এবং প্রশাসনের এই বিধিনিষেধের কোন প্রকার তোয়াক্কা না করে চলছেন। করুণা বিধিনিষেধের মধ্যে উল্লেখযোগ্য হলো জনবহুল স্থান পরিত্যাগ করা এবং দূরত্ব বজায় রাখা। কিন্তু নিত্যদিনের খাদ্যের চাহিদা জন্য বাজার হাটে যাওয়া অত্যন্ত জরুরী তাই প্রশাসনের পক্ষ থেকে বাজার রাজ্যের বাজার হাট গুলিতেও মাস্ক পরে বাজারে আসা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করার মত বিধি গেঁথে দিয়েছিলেন, কিন্তু তা সত্বেও বিধি নিষেধ লঙ্ঘনের মত চিত্র বারংবার ধরা পড়েছে বাজার হাট গুলিতে। তাই নিজেদের সামাজিক কর্মসূচীর অঙ্গ হিসেবে জনসচেতনতার উদ্দেশ্যে মাঠে নামল স্টেট এন এস এস সেল। রাজধানীর লেইক চৌমুহনী বাজার, মহারাজ গঞ্জ বাজার, বটতলা বাজার সহ বিভিন্ন বাজার গুলির মধ্যে এন.এস.এস সেল এর উদ্যোগে ৬ জন করে টীম বানিয়ে ভলান্টিয়ার দেওয়া হয়েছে, যাতে করে বাজারে আসা ক্রেতা- বিক্রেতা সকলে মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় রাখে ও বিধিনিষেধ মেনে চলেন , আর যারা সামাজিক দুরত্ব ও মাস্ক না পরে আসছেনা তাদের কে সচেতন করা। তাছাড়া স্টেট এন এস এস শুধু করোনা মহামারীতেই নই বিভিন্ন রকম অসুবিধার সময় রাজ্যবাসীর সাহার্যাথ্যে মাঠে নেমে পড়েন। স্টেট এন এস এস এর এই উদ্যোগে খুশী সচেতন নাগরিক মহল।