জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-বর্তমানে রাজ্যে করোনা সংক্রমনের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি লাফ দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এরূপ পরিস্থিতিতে সাধারণ জনগণকে এই মহামারী থেকে রক্ষার্থে এগিয়ে আসছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন। বিতরণ করা হচ্ছে সুরক্ষা সামগ্রীও, এখন তাদের পাশাপাশি এগিয়ে এসেছেন বিধায়ক সুরজিৎ দত্ত ও। বিগত দিনে মহামারী পরিস্থিতিতে রাজ্যের যেকোনো প্রান্ত থেকে সাহায্যের আবেদন শুনামাত্রই ছুটে গিয়েছেন বিধায়ক। নিজ কেন্দ্রের মানুষের পাশাপাশি রাজ্যে বিভিন্ন প্রান্তে মানুষের অসুবিধা সময় পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে বিধায়ক সুরজিৎ দত্ত। তারই অঙ্গ হিসেবে আজ আখাউড়া রোডস্থিত আগরতলা বর্ডার গোলচক্কর বাজার এলাকায় জনগণের মধ্যে জন সচেতনামূলক কর্মসূচি হাতে নেয়, এর মধ্যে মাস্ক এবং সেনিটাইজার বিতরণ করে কোভিদ পরিস্থিতিতে কিভাবে জনগণকে মোকাবেলা করতে হবে এই বিষয়ে আলোচনা করেন।