জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসের আবহাওয়া কায়েম রয়েছে। একদিকে পশ্চিমবাংলায় তৃণমূল পুনরায় সরকারে প্রতিষ্ঠিত হবার পর বিরোধী দলগুলির উপর হামলা হুজ্জুতি চালাচ্ছে। আর অন্যদিকে আমাদের রাজ্য ত্রিপুরায় শাসক দল বিজেপির হিংসা আছড়ে পড়ছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেসের উপর। জানা যায় তেলিয়ামুড়ায় যুব কংগ্রেস কর্মী এক যুবকের উপর প্রাণঘাতী আক্রমণ চালায় শাসক দলের দুস্কৃতিকারীরা , তারই প্রতিবাদে রাজধানীতে দোষীদের কঠোর শাস্তির দাবিতে পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ কর্মসূচিতে মিলিত হন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস নেত্রী লক্ষী নাগ বলেন বর্তমানে মহামারীর পরিস্থিতিতে দল মত নির্বিশেষে সকলকে একত্রে রাজ্যের জনসাধারণের পাশে দাঁড়ানো উচিত তা না করে েকে ওপরের উপর হামলা চালিয়ে সন্ত্রাস কায়েম করার চেষ্টা চলছে বলে , তাছাড়া এদিনের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান এবং এধরণের ঘটনা যেন বন্ধ করা হয় তার আহবান রাখেন।