Site icon janatar kalam

পশ্চিমবঙ্গে নিন্দনীয় সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে -মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সারা রাজ্যব্যাপী তৃণমূল কর্মী সমর্থকরা ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে। এই সন্ত্রাস আছড়ে পড়ছে বিরোধী দলগুলির উপর , যার মধ্যে ব্যাপক সন্ত্রাস সংগঠিত হচ্ছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর। এর মধ্যে অনেকেই বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং বাড়ি ঘরের বৃদ্ধ মা বাবা এবং নারীদের উপর ও নির্যাতন সংগঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কর্মীদের দ্বারা এরূপ সন্ত্রাসের তীব্র প্রীতিবাদ জানিয়ে রাজ্যে বিজেপি দলের পক্ষ নানান কর্মসূচি পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে রাজধানীর বোধজং চৌমুহনী এলাকায় এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে। এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন পশ্চিমবঙ্গের এ পরিস্থিতির ফলে সেখানে মানব সমাজের একটি নিন্দনীয় সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে বলে এবং তিনি এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে এই সমাজ ব্যাবস্থাকে দ্রুত সমাপ্ত করার দাবি রাখেন। এদিনের কর্মসূচিতে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদারসহ দলীয় অন্যান্য কার্যকর্তারা।

Exit mobile version