Site icon janatar kalam

রং খেলায় মাতলো জয় জগন্নাথ সেন্টারের সদস্য সদস্যারা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব। বহির্বঙ্গে পালিত হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত। এই উৎসবের অপর নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীর সঙ্গে রঙ খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয়। এর পর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রঙ খেলেন। দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোলপূর্ণিমা বলা হয়। তারই পরিপ্রেক্ষিতে এ দিনটিকে কেন্দ্র করে লাফিং হেলথ জয় জগন্নাথ সেন্টারের সদস্য সদস্যারা রং খেলায় মেতে ওঠেন এবং রাজ্যের সাধারণ জনগণ যেন দিনটিতে সামাজিক দূরত্ব বজায় রেখে রং খেলার আনন্দে যেন মেতে ওঠেন তার আহবান রাখেন।

Exit mobile version