জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রজ্ঞাভবনে নতুন দিশা ২.০ মিশন ১০০ দিন একদিনের কর্মসূচি অনুষ্ঠিত হয় বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে। এদিন অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি এদিন শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, নতুন দিশা প্রকল্পের ক্ষেত্রে দারুণ সাফল্য এসেছে। দপ্তরের কর্মীরা এর জন্য নিষ্ঠা ভাবে কাজ করে চলেছে। অর্থাৎ শিক্ষাদপ্তর যে কাজ করছে তা অভাবনীয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একথা বলছেন। যা রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় প্রাপ্তি। শিক্ষক-শিক্ষিকাদের নতুন কিছু করার জন্য ভাবতে হবে। যাতে ত্রিপুরাকে গোটা দেশ চিনতে পারে। গতানুগতিক পন্থা ছেড়ে দিয়ে ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। স্কুলে আসলাম, বসলাম, টিফিন করলাম এবং বাড়ি চলে গেলাম সেই নীতির বিশ্বাসী নয় তিনি বলে জানালেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।