Site icon janatar kalam

বিভিন্ন দাবী নিয়ে বিক্ষোভ প্রদর্শনে আশা কর্মী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আশা কর্মীদের বৃদ্ধি করা ৩৩ শতাংশ ভাতা প্রদান করা, আশা কর্মীদের ভাতা ২১ হাজার টাকা করা, আশা কর্মীদের সমস্ত বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়া এবং করোনাকালীন সময়ে কাজের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে ত্রিপুরা আসা ওয়ার্কাস ইউনিয়নের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে সি এম ও অফিসে বিক্ষোভ দেখায় আশা কর্মীরা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঞ্চালি ভট্টাচার্য। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে ৭ হাজার ৭৬৫ জন আশা কর্মী রয়েছে। তাদের দিয়ে করোনার সময় বিভিন্ন কাজ করানো হলেও বিভিন্ন রাজ্যের অর্থ প্রদান বন্ধ করে রেখেছে সংশ্লিষ্ট দপ্তর। কিন্তু বর্তমানে আশা কর্মীদের দিয়ে সেই সব কাজ করাচ্ছে দপ্তর। কর্মীরা নিয়মমাফিক দাবি জানালেও দপ্তরে আধিকারিকদের ইতিবাচক কোনো ভূমিকা নেই। দীর্ঘ কয়েক মাস যাবত সরকারি উক্ত সহযোগিতা থেকে বঞ্চিত হয়ে আসছে কর্মীরা। গত বৃহস্পতিবার দপ্তরে আধিকারিকদের অবগত করতে অফিসে আসলে কর্মীদের প্রতিনিধি দলের সাথে দেখা করেননি দপ্তরে অধিকর্তা। তাই শুক্রবার বিক্ষোভ কর্মসূচি সিদ্ধান্ত গ্রহণ করেছে আশা কর্মীরা বলে জানান পাঞ্চালির ভট্টাচার্য। তিনি আরো বলেন, কর্মীরা তাদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করতে প্রস্তুত আছে। তথ্য যদি আশা কর্মীদের দাবি পূরণ না করে তাহলে আগামী দিনে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version