Site icon janatar kalam

যক্ষা নিবারণে ৫০ লক্ষ পর্যন্ত জনসংখ্যা বিশিষ্ট রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে ত্রিপুরা- মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে রাজধানীর আইজিএম হাসপাতালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী এদিন বক্তব্য রাখতে গিয়ে জানান যক্ষা নিরাময়ে দুটি পুরস্কার পেয়েছে ত্রিপুরা রাজ্য। ৫০ লক্ষ পর্যন্ত জনসংখ্যা বিশিষ্ট রাজ্যগুলির মধ্যে আমাদের প্রিয় রাজ্য ত্রিপুরা দ্বিতীয় স্থান অধিকার করেছে। জেলা ভিত্তিক কর্মসূচী বাস্তবায়নে পশ্চিম ত্রিপুরা জেলা রৌপ্য পদক অর্জন করেছে। এটা আমাদের কাছে গর্বের। সমগ্র রাজ্যের স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টায় এই সম্মান অর্জন সম্ভব হয়েছে। তাছাড়া কোভিড পরিস্থিতিতে যে দিশায় দেশ চলেছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই। আজকে কোভিডের টিকাককরণ চলছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২৪, ২৫ ও ২৬ মার্চ—এই তিন দিন রাজ্যের পাঁচ লক্ষ বৃদ্ধকে টিকা দেওয়ার জন্য বিশেষ অভিযান চালাবে। কারণ বৃদ্ধদের করোনায় ঝুঁকি বেশি। পাশাপাশি আজকে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন সোপান রচিত করছে ত্রিপুরা। ২০১৭ সালে কৃমি আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৫৪ শতাংশ। কিন্তু এখন তা ২ শতাংশে নেমে এসেছে। এই সবটাই সম্ভব হচ্ছে স্বাস্থ্যকর্মীদের ঐকান্তিক উদ্যোগে বলে নিজের অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

Exit mobile version