জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধি:- রেলে কাটা পরে মৃত্যু হল অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির। ঘটনা রাজধানীর সাধুটিলার ওভার ব্রিজ সংলগ্ন এলাকায়। স্থানীয় মানুষ মৃত ব্যাক্তিকে সনাক্ত করতে পারেনি। বর্তমানে মৃতদেহটি হাসপাতাল মর্গে রয়েছে। এনিয়ে পূর্ব আগরতলা থানার সাব ইন্সপেক্টর সঞ্জীব সেন জানান শিলচরগামী একটি ট্রেনের নিচে কাটা পরে মৃত্যু হয় ওই ব্যাক্তির। পুলিশ রেল ড্রাইভারের সাথে কথা বলে জানতে পেরেছে রেল লাইনের সাইট থেকে আচমকাই ঝাঁপ দিয়েছে মৃত ব্যাক্তিটি। রেলে কাটা পরে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। এদিকে এই ঘটনার খবর চাউর হতেই এলাকার প্রচুর মানুষ ঘটনাস্থলে ছুটে যায়। তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।