জনতার কলম, ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর পূর্ব আগরতলা থানার পুলিশ গ্রেপ্তার করে তিন জুয়াড়িকে। উদ্ধার করেছে নগদ সাড়ে ৫ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও জুয়ার সামগ্রী। এনিয়ে পুলিশ আধিকারিক মঙ্গেশ পাটারী জানান গোপন খবরের ভিত্তিতে তারা প্রথমে সিভিল পুলিশের সাহায্যে জোয়ার ডেরায় হানা দেয়। পুলিশ প্রদীপ চন্দ্র সাহা , শ্যামল সাহা, ও রাকেশ দে নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। রবিবার তাদের বিশেষ আদালতে তোলা হবে। উল্লেখ্য রাজধানীর রবীন্দ্র নগর এলাকায় দীর্ঘদিন ধরেই এই ধরণের জুয়া খেলা চলছিল। পুলিশের কাছে এই বিষয়ে তথ্য থাকলেও কোন অভিযানে সফল হয়নি। শেষ পর্যন্ত শনিবার সাফল্য পায় পূর্ব থানার পুলিশ।