Site icon janatar kalam

মানুষ শুনছে ,অভিজ্ঞতা অর্জন করছে ,সময়ে জবাব মানুষই দেবে – মানিক সরকার

জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধি :- রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর রাজ্যের বিরোধী দলগুলির উপর ক্রমাগত হামলা হুজ্জুতি চলছে। এনিয়ে রাজ্য সরকার এবং প্রশাসনের দৃস্টি আকর্ষণ করতে চাইলে রাজ্য প্রশাসন এবং সরকার নীরব ভূমিকায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিন চলছে হিংসাত্মক হামলা। আক্রমণ চালানো হচ্ছে বিরোধীদের মিছিল, সভা ও নানা সমাজসেবামূলক কর্মসূচিতেও। শুধু তাই নয় বেশ কয়েকদিন যাবৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর এলাকা ৯ বনমালিপুর কেন্দ্রেও বিরোধী দলের কার্যকর্তাদের বাড়িঘরে আক্রমণ সংগঠিত করা হয়েছে। শনিবার রাজ্যের বিরোধী দলনেতা বনমালিপুর এলাকায় আক্রান্তদের বাড়ি পরিদর্শনে গেলেন এবং পরিবার পরিজনদের সাথে মত বিনিময় করলে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন হিংসার রাজনীতি চলছে এবং শাসক দল মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আতংকে এ ধরণের হিংসাত্মক কার্যকলাপে জড়িত হয়েছেন বলে অভিমত ব্যাক্ত করার পাশাপাশি মানুষ শুনছে ,অভিজ্ঞতা অর্জন করছে ,সময়ে জবাব মানুষই দেবে বলে জানান তিনি।

Exit mobile version