Site icon janatar kalam

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৩ বছর শিশুর চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন মুঙ্গিয়াকামী ব্লকের আঠারোমুড়া কৃষ্ণমণি পাড়ার দয়ারাম রিয়াং ও তার ছেলে কুলুংসা রিয়াং । জানা যায় দয়ারাম রিয়াংয়ের ছেলে কুলুংসা রিয়াং বয়স ৩ বছর ব্লাড ক্যান্সারে আক্রান্ত । খবর পেয়ে মুখ্যমন্ত্রী তাদেরকে ডাকেন এবং চিকিৎসায় সমস্ত রকমের সুযোগ সুবিধা দেবেন বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী । ছেলের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর সহযোগিতা পেয়ে খুশি পিতা দয়ারাম রিয়াং ।

Exit mobile version