Site icon janatar kalam

আগামী উনিশে মার্চ থেকে শুরু হতে চলছে 5 দিন ব্যাপী বিধানসভা অধিবেশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-আগামী 19 শে মার্চ থেকে পাঁচদিনের বিধানসভা অধিবেশন শুরু হতে চলছে। 2021 অর্থবর্ষে এই প্রথম বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে তাই রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু করা হবে। সোমবার আগরতলার বিধানসভায় বিএসসি মিটিং করা হয়। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন সরকারপক্ষের মন্ত্রী বিধায়ক সহ বিরোধীদলের বিধায়করা। প্রথমত অবস্থায় চারদিনের বিধানসভা অধিবেশনের কথা উল্লেখ করলেও কিন্তু বিরোধীদের কথায় আরো একদিন বাড়ানো হয়েছে তাই মোট পাঁচ দিন বিধানসভা অধিবেশন চলবে। আসন্ন এডিসি নির্বাচন এ নির্বাচনে বেশিরভাগ বিধায়করা নিজ নিজ কেন্দ্রে প্রচার অভিযানে ব্যস্ত থাকবেন তার জন্য চার দিনের কথা বলা হয়েছিল কিন্তু চার দিনের মধ্যে বিধানসভা অধিবেশন এর অনেকগুলো বাজেট পেশ করা দরকার তার কারণ এই অধিবেশন পাঁচ দিন করা হয়েছে। বিধানসভা অধিবেশন এর প্রথমে রাজ্যপালের বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশন শুরু করা হবে তারপর যে সমস্ত বাজেট গুলো আছে সে গুলোকে বিধানসভায় উঠানো হবে এবং তা সরকারপক্ষ ও বিরোধীদের বক্তব্যের মাধ্যমে পাস করানো হবে। সোমবার আগরতলার বিধানসভায় বিএসসি মিটিং নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস তিনি জানান এবার হাজার 19 মার্চ থেকে বিধানসভা শুরু হতে চলেছে 5 দিন চলবে এই বিধানসভা। তাছাড়াও রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সংবাদমাধ্যমের মুখোমুখি হয় তিনি বিএসসি মিটিংয়ের গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে।

Exit mobile version