Site icon janatar kalam

কেন্দ্র সরকার প্রতিশ্রুতি পালনে ব্যার্থ, জুমলাবাজি করছেন- শংকর প্রসাদ দত্ত

জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ-আজকের এই দিনে গোটা দেশে শ্রমিকরা বেসরকারিকরন বিরোধী দিবস পালন করছেন এবং পাশাপাশি এই দিনটিকে এন্টি করপোরাইজেশন ডে হিসেবে শ্রমিকদের পাশাপাশি কৃষকরাও দিনটিকে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যে ব্যাংক-বীমাসহ সরকারি সম্পত্তি বেসরকারিকরণের প্রতিবাদে এবং আউটসোর্সিং এর নাম করে সরকারি চাকরি বন্ধ করার প্রতিবাদে সি আই টি ইউ সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করেন। এদিন সি আই টি ইউ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে সমস্ত রাষ্ট্রয়াত্ত সংস্থাগুলি দেশের মানুষদের স্বনির্ভর হতে সহায়তা করেছে সেই সংস্থাগুলোকে করপোরেটদের হাতে তুলে দিতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। তাছাড়া দেশের কেন্দ্রীয় সরকার রাষ্ট্রয়াত্ত সংস্থাগুলোকে সাধারণ জনগনের স্বার্থে পরিষেবা আরও উন্নততর করার কথা বললেও সংস্থাগুলোলে বেসরকারিকরনের চেষ্টায় কেন্দ্রীয় সরকার তাই কেন্দ্র সরকারকে জুমলা বলেও ব্যাঙ্গ করেন তিনি। তাছাড়া বেসরকারিকরনের ফলে দেশে ও রাজ্যে কর্মসংস্থানের সুযোগ হারাবে বেকাররা বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

Exit mobile version