Site icon janatar kalam

পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যাঙ্ক ধর্মঘট কর্মসূচিতে ইউনাইটেড ব্যাংক অফ ফোরাম

জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- কেন্দ্র সরকারের বাজেটে দেশের ব্যাংক গুলিকে বেসরকারিকরণ এর যে প্রস্তাব রাখা হয়েছে তারই প্রতিবাদে 15 ও 16 ই মার্চ সারা ভারত ইউনাইটেড ব্যাংক অফ ফোরাম ব্যাঙ্ক ধর্মঘট এর ডাক দেন। এই ধর্মঘট কে সফল করার উদ্দেশ্যে নানা ধরনের কর্মসূচি হাতে নেন সারা ভারত ব্যাংক ইউনিয়ন। পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা মেলারমাঠ এস বি আই শাখার সামনে প্রতিবাদ কর্মসূচিতে মিলিত হয় ব্যাঙ্ক অফ ইউনাইটেড ফোরাম। এদিন সংগঠনের নেতৃত্ব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন কেন্দ্র সরকারের এই নীতির ফলে যে জায়গায় ন্যাশনালাইজড ব্যাংক গুলি শহরাঞ্চল এবং প্রত্যন্ত এলাকায় পরিষেবা দিয়ে যাচ্ছে বেসরকারিকরণ হলে তা ব্যাহত হবে। কেননা বেসরকারি ব্যাংকগুলি শুধুমাত্র ক্লাস ব্যাংকিং এর উপর নির্ভর করে সেই জায়গায় নেশনালাইজড ব্যাংক ক্লাস ব্যাংকিং এর সাথে সাথে মাস ব্যাংকিং পরিষেবাও দিয়ে থাকেন যার ফলে ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ী থেকে শুরু করে সকল স্তরের জনগণ উপকৃত হন বলে অভিমত ব্যক্ত করেন, তাই কেন্দ্র সরকারের কাছে ব্যাংকগুলোকে বেসরকারিকরণ করার যে সিদ্ধান্ত তা প্রত্যাহারের দাবি রাখেন। এদিন ইউনাইটেড ফোরামের ডাকা বন্ধের সমর্থন জানিয়ে রাজধানী আগরতলা দুর্গাবাড়ি এলাকায় দুদিনে ব্যাঙ্ক ধর্মঘট কর্মসূচি পালন করা হয় এদিনের এই কর্মসূচি নিয়ে বলতে গিয়ে ব্যাংক কর্মচারী জানান এই ধর্মঘট সাধারণ মানুষের অধিকার, সুযোগ-সুবিধা, ফিরে পাবার উদ্দেশ্যে কেননা ব্যাংক বেসরকারিকরণ হলে সাধারণ জনগণ নিজেদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবে বলে। তাছাড়া এদিন এই ব্যাঙ্ক ধর্মঘট কে সমর্থন জানিয়ে অন্যান্য ব্যাঙ্কগুলির সাথে রাজধানী হোটেল সংলগ্ন কানাডা ব্যাঙ্ক দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট কর্মসূচি পালন করেন এবং কেন্দ্র সরকারের ব্যাংক বেসরকারিকরণের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানান। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাংক কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version