Site icon janatar kalam

বাশ শিল্পের মাধ্যমে বেকারদের স্বনির্ভর করার প্রয়াস- আই সি আই সি আই

জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধি :- রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বাবলম্বী করে তোলার জন্য এক অনন্য প্রয়াস গ্রহণ করেছে আই সি আই সি আই ফাউন্ডেশন। বিশেষ করে রাজ্যের উৎপাদিত বাশ শিল্পকে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরী করে বাজারজাত করা। যাতে করে রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রশিক্ষণ নিয়ে খুব সহজেই নিজেদের বাড়িতেই ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে তুলতে পারে। এই লক্ষে আই সি আই সি আই ফাউন্ডেশন বিভিন্ন প্রয়াস গ্রহণ করেছে । গত ২০ দিন ধরে এই ধরণের একটি প্রশিক্ষণ শিবির পরিচালনা করেছে ফাউন্ডেশন। সিপাহীজলা জেলায় এ ধরণের প্রশিক্ষণ আয়োজন করার ফলে দারুনভাবে উপকৃত হয়েছে বেকার যুবক যুবতীরা। রবিবার সিপাহীজলা উদ্যানে আয়োজিত শিবিরের সমাপ্তি দিনে প্রশিক্ষণার্থীদের হাতে শংসাপত্র তুলে দিয়ে এই তথ্য জানান বনদপ্তরের অধিকর্তা বিপ্লব দত্।। অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আই সি আই সি আই ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট অফিসার সুশান্ত সিংহসহ অনেকে।

Exit mobile version