জনতার কলম ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধিঃ- গ্রাম পাহাড়ে অভাব-অনটন দেখা দিয়েছে। সম্পূর্ণভাবে একটা অমানবিক দৃষ্টিভঙ্গি চলছে গোটা দেশ এবং রাজ্য জুড়ে। রবিবার টাউন হলে এমনটাই অভিযোগ তুললেন ত্রিপুরার তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্মেলনে সাধারণ সম্পাদক সুধন দাস। তিনি বলেন রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার তিন বছরে ২৯৯ টি প্রতিশ্রুতির মধ্যে একটি প্রতিশ্রুতি পালন করেনি সরকার। প্রায় ৫০ হাজার সামাজিক ভাতা কেটে দেওয়া হয়েছে। কর্ম সংস্থানের অভাব। পূর্বে বামফ্রন্ট সরকারের আমলে তপশীলি অংশে মানুষদের জন্য শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়ন হয়েছিল। ফলে তারা ভবিষ্যতে তারা উন্নতির দিকে যাওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু তিন বছরে সে উন্নয়নের স্বপ্ন ভেঙে দিয়েছে সরকার বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।