জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি:- শুক্রবার দুপুরে উদয়পুরের মহকুমা শাসকের অফিসে রিটার্নিং অফিসার অনিরুদ্ধ রায়ের কাছে মনোনয়নপত্র জমা দিলো মির্জা কাঠালিয়া রাজাপুর কেন্দ্রের IPFT দলের মনোনীত প্রার্থী শুক্লা চরন নোয়াতিয়া। এদিন IPFT প্রার্থী শুক্লা চরন নোয়াতিয়া মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিগত দিনে কাঠালিয়া মির্জা ও রাজাপুর কেন্দ্রের তৎকালীন বামফ্রন্টের পরীক্ষিত মুরাসিংজয় লাভ করে। পরীক্ষিৎ মুরাসিং জয়ের পর এলাকায় কোন উন্নয়নের কাজ করেনি। রাস্তাঘাট বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। আইপিএফটি মনোনীত প্রার্থী শুক্লা চরণ নোয়াতিয়া বলেন এই কেন্দ্র থেকে তিনি জয় লাভ করে আসলে তিনি প্রথম এ কেন্দ্রের মানুষের প্রাথমিক সমস্যাগুলি সমস্যার সমাধান করার যথাসম্ভব চেষ্টা করবেন।পাশাপাশি তিনি এও জানান যতদিন পর্যন্ত পাহাড়ের নির্বাচন শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে তিনি সহযোগিতা কামনা করেছেন। এছাড়া তিনি নিজের জয়ের ব্যাপারে উনি ১০০ শতাংশ আশাবাদী।