Site icon janatar kalam

বিজেপি প্রার্থী হিসাবে সম্রাট জমাতিয়ার নাম ঘোষণা, খুশির হাওয়া মহারানীর চেলাগাং এলাকায়

জনতার কলম, ত্রিপুরা,উদয়পুর প্রতিনিধি:- 21 মহারানী চেলাগাং টি টিএ এ ডি সি নির্বাচনী আসনে বিজেপি মনোনীত প্রার্থী সম্রাট জমাতিয়া নাম ঘোষণা হতে গোটা মহারানী এলাকা সহ মহারানীর চেলাগাং এলাকাতে খুশির আবহাওয়া বয়ে যায়। বুধবার প্রার্থীর নাম ঘোষণা হতেই সকাল থেকে ভিড় জমায় মহারানী সম্রাট জমাতিয়ার বাড়িতে বিজেপি কর্মী সমর্থকরা। সম্রাট জমাতিয়া প্রথমে কর্মীদেরকে সাথে নিয়ে জন্মদাতা পিতা কাছে ছুটে যায় কিল্লা ছাওমুরা এলাকায়। সেখানে পিতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে ছুটে যায় কর্মীদেরকে নিয়ে 32 মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব ঘোষ এর নিকট। স্থানীয় বিধায়ক হিসেবে উনার কাছে আশীর্বাদ নিয়ে মাথার ত্রিপুরেশ্বরী মায়ের কাছে পুজো দেন প্রার্থী সম্রাট জমাতিয়া। মহারানী একেবারে দিন দরিদ্র পরিবারের ছেলে সম্রাট জমাতিয়া। সহজ সরল প্রকৃতির সম্রাট সর্বদায় হাস্যময়ী। এলাকায় একজন সমাজসেবী বলে পরিচিতি অর্জন করেছে বহু আগেই। রাজ্যে বিজেপি রাজনৈতিক দল সম্রাট জমাতিয়া সেই সমাজসেবী কে কাজে লাগাচ্ছে এবার টিটিএ এডিসি নির্বাচনে। তিনি জয় নিয়ে একেবারে নিশ্চিত এবং তিন থেকে চার হাজার ভোট এ আসনে লিড দিবে বলে জানান সম্রাট জমাতিয়া।

Exit mobile version