জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-মঙ্গলবার ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডুকলি অঞ্চল কমিটির উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত বিরোধী দলনেতা মানিক সরকার বলেন মন্দির মসজিদে গিয়ে ঈশ্বর খুঁজলে হবে না। স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষের মধ্যে ভগবান আছে। সে কথা মাথায় রেখে দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের পাশে দাড়িয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের। কিন্তু বর্তমান সময়ে যুবকরা সবচেয়ে বেশি আক্রান্ত। সেটা শিক্ষা বা কর্মসংস্থান সবদিক থেকে। তারা যাতে প্রতিবাদ করতে না পারে তার জন্য কাদের উপর বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। কিন্তু যুবকদের প্রতিকূলতার মধ্যেও উঠে এগিয়ে যেতে হবে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের শপথ নিতে হবে। তাহলে এ তাৎপর্য দিনটি আরো বেশি মানুষের মধ্যে বাস্তবমুখী হবে বলে আশা ব্যক্ত করলেন বিরোধী দলনেতা। শিবিরে এছাড়াও উপস্থিত ছিল ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা।