Site icon janatar kalam

স্বামীজির জীবনাদর্শ মানেই ইতিবাচকতা- বিপ্লব কুমার দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ভারতীয় জনতা পার্টির সদর জেলা কমিটির উদ্যোগে জাতীয় যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে স্বামীজির জীবনাদর্শ মানেই ইতিবাচকতা। শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ কিছুই তার পক্ষে অসম্ভব নয় এবং স্বামীজি আমাদের শিখিয়েছেন, দৃঢ়তা, নিষ্ঠা, সময়ানুবর্তীতার মতো বিষয়গুলি যদি অনুসরণ করা যায় তাহলে ব্যক্তির সাফল্য নিশ্চিত। তা থেকে চ্যুত হলেই জীবনে পরাজিত হতে হবে বলে ব্যক্ত করেন তিনি।তাছাড়া আজকে সেই ইতিবাচক মানসিকতা নিয়েই আমরা পথ চলছি। নেতিবাচকতা দূরে সরিয়ে রেখে মানুষ এগিয়ে চলেছেন সামনের দিকে। আজকে ত্রিপুরার মানুষেরও মানসিকতা বদলাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।স্বামীজীর নীতি ও আদর্শকে পাথেয় করে জীবন সংগ্রামে এগিয়ে গেলে যুবসমাজের উন্নতি হবে বলে ধারণা করছেন শুভবুদ্ধি সম্পন্ন একাংশ।

Exit mobile version