Site icon janatar kalam

সাংসারিক কলহের জেরে বিয়ে এক মাসের মধ্যে আত্মহত্যা করলো স্বামী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিয়ের এক মাসের মধ্যেই আত্মহত্যা পথ বেছে নিলেন ২৪ বছরের এক যুবক তার নাম তাপস দাস। এই ঘটনায় এডি নগর দিনো দয়াল আশ্রমপাড়ায় শোকের ছায়া নেমে আসে। এডি নগর দিন্দয়াল আশ্রমপাড়া তাপস দাস পেশায় বেসরকারি কোম্পানিতে কাজ করত। এডি নগর দিন্দয়াল আশ্রমপাড়া তাপস দাস একমাস আগে ভালোবাসা করে বিয়ে করেন। তাপস দাস এর এই ভালোবাসার বিয়ে কিন্তু পরিবারের লোকজন আত্মীয় পরিজন মেনে নিতে পারেননি তারপরও তারা সংসার চালিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতি বার স্বামী স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয় তারপর থেকে আমি তাপস দাস তার বউয়ের সাথে কথাবার্তা বন্ধ বলে দেন। শুক্রবার সকালে তাপস দাস কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার বউ পায়েল দেবনাথ। তাপস দাস এর ঝুলন্ত মৃতদেহ দেখে সাথে সাথে এলাকার লোকজনসহ পরিবারে আত্মীয়-পরিজনদের খবর দেওয়া হয় কিন্তু ততক্ষণে স্বামী তাপস দাস আর বেঁচে নেই। খবর দেওয়া হয় স্থানীয় এডি নগর থানার পুলিশকে। তাপস দাস ও তার স্ত্রী পায়েল দেবনাথ একই ঘরে থাকে তারপরও কিভাবে স্বামী তাপস দাস আত্মহত্যা করতে পারলেন এবং সেই সময় পায়েল দেবনাথ কোথায় ছিল তা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। আদতে তাপস দাস কি আত্নহত্যা করেছে নাকি তার পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে আছে তা একমাত্র পুলিশি তদন্তে বের করতে পারবে। এডি নগর থানার পুলিশ মৃত তাপস দাস কে জিবি হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন ময়নাতদন্তের জন্য এবার ময়নাতদন্তের রিপোর্ট আসলেই আসল রহস্য উন্মোচন হবে বলে মনে করছেন এলাকাবাসী।

Exit mobile version